MYTV Live

৮ বছর পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রায় আট বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ব্যবসায়ী শরীফ খাঁ (৪২) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাকির খাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৪ জানুয়ারি, বেলা ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম। এর আগে শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির হোসেন উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর উত্তর পাড়া এলাকার আমানত খাঁর ছেলে।

আসাদুল ইসলাম বলেন, একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রায় ৮ বছর ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অপর পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ব্যবসায়ী শরীফ খাঁকে কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আখাউড়া উপজেলার চানপুর উত্তর পাড়া গ্রামের জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (৬৫)। অপর আসামি আমানত খাঁকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles