MYTV Live

গুগলে চাকরি পেলেন নরসিংদীর সাজ্জাদ

বিশ্বের প্রথম শ্রেণির কোম্পানিতে যুক্ত হয়ে দেশের নাম উজ্জল করছেন নরসিংদীর সন্তান সাজ্জাদ হোসেন শাওন। পিএইচডি শেষ করার আগেই তিনি বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান গুগলে চাকরি পেয়েছেন। তিনি এখন বাংলাদেশের ছেলেমেয়েদের জন্য এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

গুগলের দক্ষিণ কোরিয়ার সার্ভার সিকিউরিটি অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন সাজ্জাদ হোসেন শাওন। ৩ ফেব্রুয়ারি থেকে স্থায়ী নিয়োগপত্র পেলেও তিনি অস্থায়ীভাবে কাজ শুরু করেছেন ২ জানুয়ারি থেকে।

সাজ্জাদ হোসেন শাওনের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামে। তার বাবা মাওলানা মোহাম্মদ ওসমান গণি ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। মা শেফালি বেগম একজন গৃহিনী।

স্কুলজীবন থেকেই শাওন খুব মেধাবী। ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি ও নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন তিনি। এরপর বিজএমইএ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (BUFT) থেকে গ্রাজুয়েশন ২ বছর শেষ করে ক্রেডিট ট্রান্সফার করে Hanseo University (South Korea) থেকে বাকি কোর্স সমাপ্ত করে এমবিএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পাবলিক এডমিনিস্ট্রেশন বিষয়ে পিএইচডি করছেন।

ভাইবোনের মধ্যে সাজ্জাদ সবার বড়। ছোট ভাই সাহাদাত হোসেন সাগর সিউলের একটি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার পর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডে চাকরি করছেন। ছোট বোন উম্মে মারিয়া গাজীপুরের কালীগঞ্জ মহিলা কলেজে অধ্যায়নরত।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles