কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ২২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ফেব্রুয়ারি, সকালে কুড়িগ্রাম জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই মাদক কারবারির বসতঘরের সিন্ধুকের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রকিব হাসান (৩৪) রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর পোর্ট গ্রামের বাসিন্দা।
পুলিশ জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চর নতুন বন্দর পোর্ট গ্রামের মাদক কারবারি রকিবের বসতবাড়ি কক্ষের সিন্দুকের ভেতর থেকে ২২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় রকিবকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার রুহুল আমীন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।