এবার কানাডার আকাশে একটি রহস্যময় বস্তু শনাক্তের কথা জানালেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার জাস্টিন ট্রুডো জানান, কানাডার উত্তর-পশ্চিমের ইউকন অঞ্চলের আকাশসীমায় একটি রহস্যজনক বস্তু শনাক্তের পর যুদ্ধবিমানের মাধ্যমে তা ভূপাতিত করা হয়। বস্তুটি কী তা স্পষ্ট করা হয়নি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিশ্চিত করেছেন, সর্বশেষ ওই বস্তুটি কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছিল। সে কারণে উত্তর-পশ্চিম কানাডার ইউকনে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। বর্তমানে বস্তুটি বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
ট্রুডো বলেন, কানাডিয়ান ও মার্কিন বিমান বস্তুটিকে ট্র্যাক করার জন্য কাজ করেছিল। বস্তুটি ভূপাতিত করার বিষয়ে তিনি আদেশ দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন। গত সপ্তাহের মধ্যে উত্তর আমেরিকায় এটি তৃতীয় বস্তু, যা গুলি করে ভূপাতিত করা হলো।
গত সপ্তাহে নিজেদের আকাশে একটি চীনা নজরদারি বেলুন ধ্বংস করে আমেরিকান সামরিক বাহিনী। এরপর শুক্রবার আলাস্কা থেকে একটি ছোট গাড়ির আকারের একটি বস্তু গুলি করে ভূপাতিত করা হয়।
কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অনিতা আনন্দ জানিয়েছেন, বস্তুটি মধ্য ইউকনের আকাশে প্রায় ৪০ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। স্থানীয় সময় শনিবার বিকেল পৌনে চারটায় বস্তুটিতে শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে।
এটিকে ছোট এবং নলাকার হিসেবে বর্ণনা করেছেন তিনি। তবে আরও বিশদ তথ্য জানার জন্য এর ধ্বংসাবশেষ উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে।