MYTV Live

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে মালীপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ক্ষেতলালের শাখারুঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে নাফিজ ইসলাম (২১), ইটাখোলা এলাকার রইচ উদ্দিনের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫), ক্ষেতলালের নাসিরপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম (৬০), অটোরিকশাচালক আমজাদ হোসেন (৫৫) ও জয়পুরহাট শহরের বুলুপাড়া এলাকার শাহিনুর বেগম (৩৮)।

এ ঘটনায় গুরুতর আহত ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা জাহান নাসরিনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে অটোরিকশাটি জয়পুরহাট থেকে ক্ষেতলালের দিকে যাচ্ছিল। পথে মালীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। দুজনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। আর দুজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।

ওসি রাজিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। আর হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুত্বর আহত এক নারীকে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles