গত ২৪ জানুয়ারি বিবিসির শাখা সংবাদমাধ্যম প্রতিষ্ঠান বিবিসি ভারতের গুজরাট দাঙ্গায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংশ্লিষ্টতা নিয়ে ‘ইন্ডিয়া: মোদি দ্য কোয়েশ্চেন’ নামের একটি তথ্যচিত্র প্রকাশ করে।
এই তথ্যচিত্র প্রকাশের পর ভারতে ব্যাপক বিতর্ক শুরু হয়। চলমান এই বিতর্কের মাঝেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান ও তল্লাশি চালিয়েছেন ভারতের আয়কর দপ্তরের কর্মকর্তারা।
অভিযানে দুই কার্যালয় থেকে ফোন ও ল্যাপটপ জব্দের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভারতের আয়কর কর্মকর্তারা দুই কার্যালয়ে এই তল্লাশি চালান।
এদিকে গণমাধ্যম কার্যালয়ে সরকারি আয়কর কর্মকর্তাদের তল্লাশির এই ঘটনায় দেশটির বিরোধী রাজনীতিকরা তীব্র সমালোচনা করেছেন।