ভারতের মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করে দিয়েছে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এখন থেকে এ দুটি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে টুইটার সদরদপ্তর।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ভারতে টুইটারের তিনটি অফিস ছিল। কিন্তু প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্কের ব্যয় সংকোচন নীতির কারণে মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করে দেওয়ার এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক কেন্দ্র নয়াদিল্লি ও অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের টুইটার কার্যালয় দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভারতের প্রযুক্তির রাজধানীখ্যাত বেঙ্গালুরুতে কার্যালয় চালু রেখেছে টুইটার। এ শাখার অধিকাংশ কর্মী প্রকৌশলী।
ভারতে টুইটারের তিনটি অফিসে প্রায় ২০০ জনের মতো কাজ করতেন। কিন্তু গত বছর মার্কিন ধনকুবের ইলন মাস্ক এটির মালিকানা কিনে নেওয়ার পরই প্রায় ৯০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়।
খরচ কমাতে ও ২০২৩ সালের মধ্যে টুইটারের আর্থিক পরিস্থিতি একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে আসতে বিশ্বজুড়ে টুইটারের অসংখ্য কর্মীকে ছাঁটাই করেছেন ইলন মাস্ক। এছাড়া বন্ধ করে দিয়েছেন অনেক অফিস।