MYTV Live

চাঁদপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল সাতটায় সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ।

নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিবুর রহমান (২৫), চাঁদপুর সদরের ওয়াপদা গেইট এলাকার মৃত ইউসুফ আলী হওলাদারের ছেলে নেছার আহমদ হওলাদার (৪০) ও সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত বশির প্রধানীয়ার ছেলে মাহাবুব প্রধানীয়া (৫০)। নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক পার্কিং করে পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান চালক। ট্রাক পার্কিং অবস্থায় একটি অটোরিকশা ওভারটেক করতে গেলে অপরদিক থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হন।

এদিকে নিহত হাবিবুর রহমানের চাচা অভিযোগ করে বলেন, ‘বোগদাদ পরিবহন বেপরোয়া গতিতে চলায় প্রতিমাসেই কারও না কারও প্রাণহানি ঘটছে। বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। তবে বাস, ক্ষতিগ্রস্ত অটোরিকশা ও ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles