বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্বাচন করতে পারবেন না, তবে রাজনীতি করতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার রাজধানীর বিজ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় দুটি শর্তে। একটি হলো বাসায় থেকে চিকিৎসা নেবেন। আরেকটি হলো দেশের বাইরে যেতে পারবেন না। রাজনীতি করতে পারবেন না- এমন কোনো শর্ত ছিল না।
তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। কারণ, তিনি দণ্ডিত। রাজনীতি করতে পারবেন না, এরকম কথা তো কোথাও নেই। তবে, বাস্তব অবস্থা হলো—তার দণ্ডাদেশ সেটা স্থগিত করা হয়েছে। কারণ, তিনি অসুস্থ। এটা মনে রাখতে হবে। এখন বাস্তব অবস্থাটা কী, সেটাও আপনারা জানেন।
আইনমন্ত্রী বলেন, বাস্তব অবস্থা হচ্ছে—তার যে আবেদনটা, তার ভাই যে আবেদনটা করেছেন; সে আবেদনের মধ্যে বলা আছে, তিনি গুরুতর অসুস্থ। তার যদি আরও ভালো চিকিৎসা না হয়, তার জীবন বিপন্ন। যখন তাকে মানবিক কারণে প্রধানমন্ত্রী সাজা স্থগিত রেখে মুক্তি দিয়েছেন। যিনি অসুস্থ, তিনি রাজনীতি করতে পারবেন কি না, সেটা আমি বারবার আপনাদের বলছি। সেটা আপনারা দেখেন বিবেচনা করে। স্বাভাবিক মানুষ মনে করে, তিনি অসুস্থ, রাজনীতি করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা।
খালেদা জিয়া দলীয় কার্যালয়ে অফিস করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, আমি ওনাকে কী পরামর্শ দেব। আইনি পরামর্শ প্রয়োজন হলে ওনাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারেন। না হলে আমার কাছে চিঠি লিখতে পারেন বলেও জানান তিনি।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক চাপ নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রতি কোনো আন্তর্জাতিক চাপ নেই। জনগণের কাছে যে দায়বদ্ধতা আছে, সে দায়বদ্ধতা থেকে আমরা একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই।
এর আগে অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, নির্বাচন প্রক্রিয়ায় সংবিধানের এক চুলও বাইরে যাবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক আরও বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক আদালতে মামলা চলছে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে জবাবদিহি নিশ্চিত করতে চায় বাংলাদেশ। বাংলাদেশ কোনোভাবেই দায়মুক্তি দিতে চায় না।