MYTV Live

চীনে কয়লাখনিতে ধস, নিহত ২, নিখোঁজ অর্ধশতাধিক

চীনে একটি কয়লাখনি ধসে অন্তত দুজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ছয়জন এবং নিখোঁজ রয়েছেন ৫০ জনেরও বেশি শ্রমিক। গত বুধবার দেশটির উত্তরে ইনার মঙ্গোলিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ৯০০ জনের বেশি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। আটকে পড়াদের বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত ছিল। কিন্তু উদ্ধারকাজ চলাকালীন সময় আরেকটি বড় ভূমিধসের ঘটনা ঘটলে উদ্ধারকাজ বন্ধ করতে বাধ্য হয় তারা। উদ্ধার অভিযানের নেতা ওয়েই ঝিগুও রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিকে তিনি এ কথা জানান।

কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন সন্ধ্যায় বিশাল এলাকাজুড়ে হওয়া ভূমিধসে উদ্ধারকারীদলের কয়েক ডজন কর্মী এবং বেশ কয়েকটি গাড়ি চাপা পড়ে।

এদিকে জীবিতদের দ্রুত খুঁজে বের করার জন্য কর্তৃপক্ষকে ‘সম্ভাব্য সব ধরনের চেষ্টা’ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

উল্লেখ্য, চীনের শীর্ষ কয়লা উৎপাদনকারী এলাকা ইনার মঙ্গোলিয়া। দেশটিতে প্রায়ই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়। সেখানে কয়লা শিল্পে সুরক্ষা আইনের যথাযথ প্রয়োগ হয় না বলে অভিযোগ রয়েছে।

এর আগে, ২০২০ সালের ডিসেম্বরে চীনে একটি কয়লা খনিতে কার্বন মনোক্সাইড গ্যাস লিকেজের ঘটনায় ২৩ শ্রমিক মারা যান। ২০২১ সালের জানুয়ারিতে শানডং প্রদেশের একটি সোনার খনিতে বিস্ফোরণে নিহত হন আরও ১০ শ্রমিক।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles