MYTV Live

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় ইংল্যান্ড দল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ২৩ সদস্যের দল শুক্রবার সকালে বাংলাদেশে পা রাখেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ সময় তাদের স্বাত জানানো হয়। সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এলো থ্রি লায়নরা।

দুই ভাগে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড দল। প্রথম ভাগে সকাল ৮টা ৭ মিনিটে ১৫ জন এসেছেন কাতার এয়ারওয়েজে করে। পরে ৮টা ৩৫ মিনিটে এমিরেটসে করে এসেছেন ৭ জন। ২৩ সদস্যের দলের বাকি একজন সদস্য বিকেলে আসবেন বলে জানা গেছে।

জানা গেছে, একদিনের বিশ্রাম শেষে আগামীকাল শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন করবে ইংলিশরা।

১ মার্চ শুরু হবে দুই দলের প্রথম ওয়ানডে। মিরপুরে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। একই মাঠে ৩ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানেই ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২ ও ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,750FollowersFollow
20,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles