রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে শহরের রিজার্ভবাজার এলাকার হ্রদ থেকে লাশটি উদ্ধার হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম গিয়াস উদ্দীন (৫৫)। তিনি রাঙামাটি শহরের ধরমপাশা এলাকার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মহসীন কলোনি এলাকার বাসিন্দারা তাদের বাসার পেছনের হ্রদের পানিতে একটি লাশ ভাসতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার হওয়ার আগেই মুখে মুখে খবর ছড়িয়ে পড়লে নিহতের আত্মীয়-স্বজনরা হ্রদের পাড়ে ভিড় করেন এবং লাশ উদ্ধার শেষে পরিবারের সদস্য এবং স্থানীয়রা লাশ শনাক্ত করেন।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।