MYTV Live

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, রোগীসহ ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে রোগীসহ ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নেভাদায় প্লেনটি বিধ্বস্ত হয়।

এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

লিয়ন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নেভাদার স্টেজকোচের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার দুই ঘন্টা পর অ্যাম্বুলেন্সটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

ওয়াশিংটন পোস্ট বলছে, বিমান এবং হেলিকপ্টারে করে অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদান করে কেয়ার ফ্লাইট। তারা বলেছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাইলট, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী এবং রোগীর পরিবারের সদস্য রয়েছেন।

এক বিবৃতিতে কোম্পানিটি এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) শনিবার সকালে টুইটারে জানায় তারা দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের ৭ সদস্যের একটি দল পাঠাচ্ছে। বিধ্বস্ত হওয়া এয়ার প্লেনটির মডেল হচ্ছে পিলেটাস পিসি-১২। ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের রেকর্ড বলছে, ২০০২ সালে তৈরি করা হয়েছিল এই এয়ার অ্যাম্বুলেন্সটি।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles