MYTV Live

ইরানে স্কুলে যাওয়া বন্ধ করতে শত শত ছাত্রীকে বিষ প্রয়োগ

ইরানের একজন উপমন্ত্রী বলেছেন, মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে কিছু লোক তাদের বিষ প্রয়োগ করছে। ওই উপমন্ত্রীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছেন।

গত বছরের নভেম্বরের শেষের দিকে কোম শহরের শত শত স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তেহরানের দক্ষিণের এই শহরের এমন ঘটনায় অনেক ছাত্রীকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও নিতে হয়। রোববার দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনিস পানাহি ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ কোমের মেয়ে শিক্ষার্থীদের ওপর বিষপ্রয়োগ করেছিল বলে নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় গতকাল রবিবার উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি নিশ্চিত করেছেন, ইচ্ছাকৃতভাবে এই বিষ প্রয়োগ করা হয়েছিল। ‘আইআরএনএ’ রাষ্ট্রীয় বার্তা সংস্থা পানাহির বরাত দিয়ে বলে, ‘কোমের স্কুলগুলোর বেশ কিছু শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর দেখা গেছে, কিছু মানুষ সব স্কুল, বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ করতে চেয়েছিল। ’ তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। এখনও পর্যন্ত বিষ প্রয়োগের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আইআরএনএ বলেছে, অসুস্থ স্কুলছাত্রীদের বাবা-মায়েরা গত ১৪ ফেব্রুয়ারি কোম শহরের গভর্নরেটের বাইরে জড়ো হয়ে ‘কর্তৃপক্ষের ব্যাখ্যা’ দাবি করেন।

পরদিন সরকারের একজন মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি বলেন, গোয়েন্দা ও শিক্ষা মন্ত্রণালয় বিষ প্রয়োগের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। গত সপ্তাহে, প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরি এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

ইরানের কঠোর পর্দাবিধি লঙ্ঘনের অভিযোগে গত বছরের ১৩ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হেফাজতে ১৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। মাসার মৃত্যুর ঘটনায় ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরে এবার মেয়েদের স্কুল বন্ধ করার জন্য বিষপ্রয়োগের বিষয়টি সামনে এলো।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles