MYTV Live

টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড

টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন স্কোরের বিশ্ব রেকর্ড ছিল তুরস্কের দখলে। ২০১৯ সালে চেক রিপাবলিকের বিপক্ষে ২১ রানে অলআউট হয়েছিল তুরস্ক।

আর স্বীকৃত টি-টোয়েন্টিতে এত দিন সবচেয়ে কম রানের দলীয় ইনিংসটি ছিল সিডনি থান্ডারের। এবছরের বিগ ব্যাশে তারা ১৫ রানে অলআউট হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে।

এবার এসব ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে আইল অব ম্যান। রোববার স্পেনের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতে মাত্র ১০ রানেই অলআউট হয়ে গেছে ব্রিটেনের অন্তর্ভূক্ত আইল অব ম্যান।

এই ‘আইল অব ম্যান’ যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত একটি স্বায়ত্বশাসিত অঞ্চল ও দ্বীপ, তারাও ক্রিকেট খেলে। এটি আইরিশ সাগরে আয়ারল্যান্ড ও ব্রিটিশ দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর শাসক ব্রিটেনের রাষ্ট্রপ্রধান তথা রাজা অথবা রানি। অর্থাৎ বর্তমানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এই অঞ্চলের প্রধান।

আইল অব ম্যান ১০ রান করতে খেলেছে ৮.৪ ওভার। দলের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সাতজন খুলতে পারেননি রানের খাতা। ব্যাট হাতে সর্বোচ্চ ৪ রান করেন জোসেফ বোরোস।

আইল অব ম্যানকে এত অল্প রানে আটকে দেওয়ার দুই কারিগর স্পেনের মোহাম্মদ কামরান আর আতিফ মেহমুদ।

কামরান হ্যাটট্রিকসহ ৪ ওভারে ৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। মেহমুদ সমান ওভারে ৬ রান দিয়ে নেন ৪টি। আর ৪ বল করে কোনো রান না দিয়ে বাকি ২ উইকেট লর্ন বার্নস।

স্পেনের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১১ রানের। কোনো উইকেট না হারিয়ে দুই বলেই সেই লক্ষ্যে পৌঁছে গেছে স্পেন। ওপেনার আওয়াইস আহমেদ দুটি ছক্কায় করেন ১২ রান।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,750FollowersFollow
20,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles