MYTV Live

মিঠামইনে সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দুই যুগেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইনে পৌঁছেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তিনি মিঠামইনে পৌঁছান। পরে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন।

দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন উপজেলা সদরে গেলেন। এর আগে তিনি ১৯৯৮ সালে সেখানে গিয়েছিলেন। তাঁর এবারের সফর ঘিরে ইটনা, মিঠামইন, অষ্টগ্রামসহ পুরো জেলায় উৎসব-উদ্দীপনা ও আনন্দের জোয়ার বইছে। জেলা সদরসহ বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বানানো হয়েছে দৃষ্টিনন্দন তোরণ।

পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে রাস্তাঘাট। আর মিঠামইন উপজেলা সদরের প্রতিটি অলিগলি বর্ণিলভাবে সাজানো হয়েছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিকের অসংখ্য ছবি শোভা পাচ্ছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles