MYTV Live

সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়ে যা বললেন হাথুরুসিংহে

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগ মুহূর্তে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের খবর সামনে নিয়ে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দুই সিনিয়র ক্রিকেটারের এই বিরোধ নিয়েই গত দুই-তিন দিন ধরে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন।

মঙ্গলবার সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়ে কথা বলেন বর্তমান কোচ হাথুরুসিংহে। ইংল্যান্ড সিরিজ শুরুর আগের দিন শেরে বাংলা স্টেডিয়ামে হাথুরু জানান, ‘প্রথমত আমি দায়িত্ব নিয়ে মাত্র ৭ দিন হয়েছে এখানে। আমি অনেক ড্রেসিং রুম দেখেছি, অনেক দলের দায়িত্বে থেকেছি যেখানে কারো কারো ভেতর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নেই; কিন্তু মাঠের খেলায় কোনো প্রভাব পড়ছে না। জাতীয় দলে আপনি এটাই চাইবেন। এখানে আপনার ‘বেস্ট ফ্রেন্ড’ হওয়ার কোনো প্রয়োজন নেই, একসঙ্গে ডিনার করার প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত না পারফরম্যান্সে এর প্রভাব পড়ছে, আমি এতে কোনো সমস্যা দেখছি না, আমার কাছে এর কোনো পার্থক্যও নেই।’

ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ সিরিজের আগে এমন খবর বাইরে আসা কি আদর্শ? এমন প্রশ্নে হাতুরাসিংহে বলেন, ‘আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার নেই। এটা কি সিরিজ সম্পর্কিত কিছু? এটা কোনো কিছুর জন্যই আদর্শ সময় না। এখন আদর্শ সময় হচ্ছে সিরিজের ব্যাপারে প্রশ্ন করা।’

সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে হাতুরা জানান, ‘আমার মনে হয় আমরা পূর্ণশক্তির দল, তবে তারা (ইংল্যান্ড) ঠিক পূর্ণশক্তির দল নিয়ে আসেনি। আমাদের স্কিল ও শক্তিমত্তার ওপর ভরসা রাখছি। তাদের শক্তিমত্তা দুর্দান্ত। গত দশ বছরে তারা দলে দারুণ গভীরতা তৈরি করেছে। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশই এটা ঈর্ষা করে। প্রতিটি কোচই এমন ডেপথ তৈরি করতে চায়। আশা করি আমিও এবারের মেয়াদ শেষে এমন কিছু করে যেতে পারব।’

Related Articles

Stay Connected

22,878FansLike
3,877FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles