MYTV Live

লালমনিরহাটে পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদন্ড

লালমনিরহাটে জামাত উল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরত মদাতী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী, একই গ্রামের আব্দুল জলিলের ছেলে আসমত আলী ওরফে লাল্টু, জাহাঙ্গীর আলমের ছেলে আবু নাঈম মিস্টার, সিরাজুল আলমের ছেলে আলী হোসেন ও হাতীবান্ধা উপজেলার ডাওয়াবাড়ী এলাকার মুনছুর আলীর ছেলে শাফিউল ইসলাম সাদ্দাম।

সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ৬(২) মোতাবেক প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। জঙ্গী মামলার রায়কে কেন্দ্র করে আদালতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয় পুলিশ। সাদা পোষাকেও পুলিশের উপস্থিতি ছিল।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি দল কালীগঞ্জ উপজেলার মুশরত মদাতী এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে গেলেও আটক হয় হাসান আলী, আসমত আলী, শাফিউল ইসলাম সাদ্দাম, আবু নাঈম মিস্টার ও আলী হোসেন। এ সময় তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গান পাউডার, তাজা গুলিসহ বেশ কিছু বই উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়।

লালমনিরহাট দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আকমল হোসেন আহমেদ বলেন, এটি একটি যুগান্তকারী রায়। সাজাপ্রাপ্তরা সকলেই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। জঙ্গি সংক্রান্ত আদালতে আর দুটি মামলা রয়েছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,749FollowersFollow
20,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles