MYTV Live

এলিটা ও নতুন তিন মুখ নিয়ে বাংলাদেশের জাতীয় দল ঘোষণা

আগামী ২০ থেকে ২৭ মার্চ বাংলাদেশ, ব্রুনাই দারুসসালাম ও সিশেলসকে নিয়ে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট।

বৃহস্পতিবার বিকেলে বাফুফে ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে নতুন বছরের প্রথম মাঠে নামার জন্য কোচ ক্যাবরেরা ২৭ জনের প্রাথমিক তালিকা ঘোষণা করেছেন।

এই দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ। এরা হলেন- প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিজ এএফসি মিডফিল্ডার মজিবুর রহমান জনি, ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর ও মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

আর গত সাফ চ্যাম্পিয়নশিপের আগে প্রাথমিক ক্যাম্পে এলিটা কিংসলেকে ডাকা হলেও চূড়ান্ত দলে বিবেচনা করেননি কোচ। কাগজ-পত্রে কিছু ঘাটতি থাকায় বাফুফেও ঝুঁকি নিতে চায়নি কিংসলের বিষয়ে। তাকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।

জাতীয় দলের প্রাথমিক তালিকার ২৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ১২ জন বসুন্ধরা কিংসের। এলিটা কিংসলেসহ তালিকায় আবাহনীর ৬ জন।

বাংলাদেশ দল: আনিসুর রহমান, তারেক কাজী, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, সাদ উদ্দিন, রিমন হোসাইন, মাশুক মিয়া, সোহেল রানা (বসুন্ধরা), সোহেল রানা (আবাহনী), রাকিবুল হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, সাদিদুল ইসলাম, আলমগীর মোল্লা, রহমত মিয়া, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট, মোহাম্মদ ইবরাহিম, মিতুল মারমা, মজিবুর রহমান, মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান, ইমন শাহরিয়ার, রবিউল হাসান।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,750FollowersFollow
20,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles