ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতের এ সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তারা মারা যান।
নিহতরা হলেন- কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার ভাংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁ (৩৬), রিকশাচালক বিপুল দাস (৪৫) ও মধুগঞ্জ বাজার ঢাকালেপাড়ার রাজিব হোসেন (২৬)।
শুক্রবার বেলা ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শহরের ঢাকালে পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, রাতে তারা সবাই কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রেজা হোমিও হল থেকে অ্যালকোহল পান করেন। এরপর অসুস্থ হয়ে পড়েন। পরে বিভিন্ন হাসপাতালে তারা মারা যান।
ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, ‘শুক্রবার সকালে একাধিক ব্যক্তির মৃত্যুর খবর শুনে নিহতদের বাড়িতে যাই। লোকমুখে শুনেছি, বৃহস্পতিবার নিহতরা বিষাক্ত অ্যালকোহল পান করেছিলেন। রাতে অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।’ তিনি এ ঘটনায় তদন্তপূর্বক দোষী ব্যাক্তির শাস্তির দাবি জানান।
এদিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, ‘এ পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। তবে স্থানীয়দের মুখে বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যুর কথা শোনা গেলেও ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না।’