বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনই জয় নিশ্চিত করে রাখে অস্ট্রেলিয়া।
তৃতীয় দিনে ৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শূন্য রানে অশ্বিনের বলে উসমান খাজা ফিরে গেলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশানে। ১৮ দশমিক ৫ ওভারে ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এই দুজন। হেড ৫৩ বলে ৪৯ ও লাবুশানে ৫৮ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১০৯ রানেই গুটিয়ে যায় ভারত। বিপরীতে লিড নিয়ে অজিদের সংগ্রহ ছিল ১৯৭ রান।
দ্বিতীয় ইনিংসে কিছুটা উন্নতি করে ভারতীয় ব্যাটাররা। তবে ন্যাথান লায়নের ঘূর্ণি জাদুতে বেশিদূর এগোতে পারেনি। অলআউট হয় ১৬৩ রানে, যেখানে একাই ৮ উইকেট নেন লায়ন।
দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ডানহাতি এই অফ স্পিনার।
এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দলটি।
আগামী ৯ মার্চ আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। চার ম্যাচ সিরিজের তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।