MYTV Live

রাশিয়ার করোনার টিকা তৈরিতে সহায়তাকারী বিজ্ঞানীকে শ্বাসরোধে হত্যা

রাশিয়ায় স্পুতনিক ভি করোনার টিকা তৈরিতে সহায়তাকারী বিজ্ঞানীদের একজন আন্দ্রে বোটিকভকে তাঁর অ্যাপার্টমেন্টে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রুশ সংবাদ সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রাশিয়ার তদন্তকারী কমিটি এই খুনের বিষয়ে তদন্ত শুরু করেছে। খুন হওয়া বিজ্ঞানীর নাম আন্দ্রে বটিকভ। ২০২০ সালে করোনাভাইরাসের স্পুটনিক ভি টিকা তৈরিতে কাজ করা ১৮ জনের একজন তিনি।

উত্তর-পশ্চিম মস্কোতে নিজ অ্যাপার্টমেন্টে বেল্ট দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এই বিজ্ঞানীকে খুনের দায়ে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারী কমিটি বলছে, জিজ্ঞাসাবাদে ওই সন্দেহভাজন অপরাধ স্বীকার করেছেন। কমিটি আরো জানিয়েছে, ভয়াবহ আরেকটি অপরাধের দায়ে এই আসামি অভিযুক্ত।

রাশিয়ার গণমাধ্যম বলছে, সন্দেহভাজনের নাম অ্যালেক্সি জেড। তিনি একটি অপরাধের দায়ে ১০ বছর জেলে ছিলেন।

আন্দ্রে বটিকভ ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির জ্যেষ্ঠ একজন গবেষক ছিলেন। এর আগে তিনি রাশিয়ান স্টেট কালেকশন অব ভাইরাসেস ডি.আই. আইভানোভস্কি ইনস্টিটিউট অব ভাইরোলজির জ্যেষ্ঠ একজন বিজ্ঞানী ছিলেন।

স্পুটনিক-৫ টিকা তৈরিতে অবদানের জন্য তিনি অর্ডার অব মেরিট ফর দ্য ফাদারল্যান্ড লাভ করেন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,748FollowersFollow
20,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles