রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার তিনতলা একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন আরও কয়েকজন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে।
রোববার সকাল ১০টা ৫০ মিনিটে ওই ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের পর আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধানমন্ডি এলাকার বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর ওই তিনজন মারা গেছেন। তাঁরা হলেন, শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিস্ফোরণের পর ভবনের একাংশ ধসে পড়ে। এতে এই হাতহতের ঘটনা ঘটে।
এ ঘটনার পর সায়েন্স ল্যাব মোড় থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে।