MYTV Live

পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলা; ৯ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের বোলান এলাকার কামব্রি বিজের নিকটে বোমা হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবারের এ বোমা বিস্ফোরণে আরও ১১ জন আহত হয়েছেন।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের সিবি ও কাচি অঞ্চলের সীমান্ত এলাকা কামব্রি ব্রিজে ওই হামলার ঘটনা ঘটে।

কাচি পুলিশের কর্মকর্তা মাহমুদ নোতেজাই বলেন, ‘প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলা ছিল। তবে তদন্ত শুরু হয়েছে, বিস্তারিত পরে জানা যাবে।’

পুলিশ কর্মকর্তা জানান, আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর লোকজন ও বোমা নিস্ক্রিয়করণ ইউনিট পৌঁছেছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র ইজাজ আহমেদ বলেন, প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের কাচি জেলার সিবি শহরে সেনা সদস্যরা বাসে করে যাওয়ার সময় বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

এক কর্মকর্তা জানান, মোটরসাইকেলে করে এক আত্মঘাতী হামলাকারী সেনা সদস্যদের বহনকারী গাড়ির পেছনে ধাক্কা দেয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই সেনা সদস্যরা প্রায় এক সপ্তাহ ধরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। হাসপাতালের কর্মকর্তারা কমপক্ষে সাতজন পুলিশ সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী সোমবারের হামলার দায় স্বীকার করেনি।

এর আগে গত মাসের শেষ দিকেও বেলুচিস্তানে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৫০০ কিলোমিটার দূরে বারখান এলাকায় এই বিষ্ফোরণ হয়েছিল।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,748FollowersFollow
20,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles