MYTV Live

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ

বিশ্বচ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ। প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারালো বাংলাদেশ।

বৃহস্পতিবার চট্টগ্রামে টস হেরে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৬ রান করে ইংল্যান্ড। ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ দল।

উদ্বোধনী জুটিতে ৩৩ রান এনে দেন লিটন কুমার দাস ও রনি তালুকদার। রনির (২১) বিদায়ের পর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ পর সাজঘরে ফিরেন লিটনও (১২)। এরপর তৃতীয় উইকেটে ৬৫ রান আনেন নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত তৌহিদ হৃদয়। হৃদয় ২৪ রানে ফিরলেও ঝোড়ো ব্যাটিংয়ে অর্ধশত তুলে নেন শান্ত।

২৭ বলে অর্ধশত পূরণ করা শান্ত ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলে থামেন। দলীয় ১১২ রানে শান্তর বিদায়ের পর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ও আফিফ হোসেন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সাকিব ২৪ বলে ৩৪ এবং আফিফ ১৩ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে, টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ করে ইংলিশরা। অধিনায়ক জস বাটলার খেলেন ৪২ বলে ৬৭ রানের ইনিংস। এছাড়া ফিলিপ সল্ট করেন ৩৫ বলে ৩৮ রান। আর বেন ডাকেটের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ২০ রান।

ম্যাচসেরার পুরস্কার উঠেছে শান্তর হাতে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,750FollowersFollow
20,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles