টানা তৃতীয় মেয়াদের জন্য চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সি জিন পিং। শুক্রবার দেশটির পার্লামেন্ট সর্বসম্মতভাবে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করে।
সি’র তৃতীয় দফায় চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করা হচ্ছে। এর মধ্য দিয়ে তিনি চীনে কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে প্রভাবশালী নেতা হলেন।
গত বছরের অক্টোবরে দেশটির ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রধান হন সি। তখন তিনি আরও পাঁচ বছরের জন্য দলের সাধারণ সম্পাদকের পদ পান। ফলে তিনি যে আরেক দফায় পাঁচ বছরের জন্য চীনের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তা অনেকটাই অনুমিত ছিল। এখন চীনের ‘রাবার-স্ট্যাম্প’ পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করল।
চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রায় ৩ হাজার সদস্য সর্বসম্মতভাবে সি’কে প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত করেছেন। সংবিধানে ৫ বছর করে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার বিধানটি প্রত্যাহার করার প্রেক্ষাপটে এবারের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
অত্যন্ত গোপনীয়ভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিলো না বলে জানা গেছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিযুক্ত এনপিসির ২৯৫২ জন সদস্য ঘণ্টাখানেকের মধ্যে সি’কে ভোট দেন। কেউ তার বিরুদ্ধে ভোট দেননি।
একই সঙ্গে সি’কে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত করেছে এনপিসি।
চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংকে এনপিসি নিয়োগ দিতে যাচ্ছে। তিনি সি’র অনুগত হিসেবে পরিচিত।