রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত স্থানীয় সন্ত্রাসী ও পুলিশের বিচারের দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টায় তারা প্রশাসন ভবনে তালা লাগিয়ে বেশ কিছু দাবি নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, হামলার শিকার হওয়ার পর প্রশাসনের কাউকেই পাশে পাননি তারা। একই সাথে শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপের প্রতিবাদও জানান তারা। এ সময় প্রক্টরের পদত্যাগের দাবি করেছেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভ থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘আমরা সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছি।’
প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমরা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছি।’
এদিকে দুপুর ১২টার পর একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে।
গতকালের সংঘর্ষের ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়কে দূর পাল্লার বাস ও বড় যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে অটোরিকশাসহ ছোট ছোট গাড়ি সকালে চলাচল করেছে। অবরোধের পর এসবও বন্ধ রয়েছে। বড় বড় যান বিকল্প পথে রাজশাহী বাইপাস সড়ক দিয়ে চলাচল করছে বলে জানা যায়।