বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এরফলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ।
শহীদ নূর হোসেন স্টেডিয়ামে চাইনিজ তাইপেকে ৪২-২৮ ব্যবধানে পরাজিত করে তুহিন তরফদাররা।
সোমবার ফাইনালে উঠেই কাবাডির পরের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
শুরু থেকেই চাইনিজ তাইপে দাপট দেখায় বাংলাদেশকে। এক পর্যায়ে ৭-৬ পয়েন্টে লিড ছিল তাদের। এরপর প্রতিপক্ষকে আর লিড নিতে দেননি তুহিন তরফদাররা। বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে ২০-১৪ পয়েন্টে।
বিরতির পরও স্বাগতিকদের আধিপত্য বজায় ছিল। শুরুর দিকে ২৪-১৪ পয়েন্টে তাইপেকে অল আউট করেছে লাল-সবুজ দল। শেষের দিকেও ৩৭-২১ পয়েন্টে অল আউট হয় তাইপে। তাতে করে প্রতিপক্ষকে চেপে ধরে বড় ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।