MYTV Live

বার বার রিফ্রেশ করলে কি কম্পিউটারের গতি বাড়ে?

কম্পিউটার ব্যবহার করা বেশিরভাগ মানুষ মনে করেন, কম্পিউটার চালু করার পর হোম স্ক্রিনে বার বার রিফ্রেশ করলে স্পিড বাড়ে। অথবা এফফাইভ বোতাম চাপলে কম্পিউটারের গতি বাড়ে। এমনও কিছু মানুষ আছেন যারা মনে করেন, এটি সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি করে।

কিন্তু জেনে অবাক হবেন, রিফ্রেশ করলে আসলে কিছুই হয় না। এমনকি হোম স্ক্রিনে রিফ্রেশ অপশনে ক্লিক করলে কম্পিউটারের কার্যক্ষমতাও বাড়ে না।

ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তাহলে কি উদ্দেশ্যে রিফ্রেশ করা হয়?

আসলে ডেস্কটপ অর্থাৎ হোম স্ক্রিন নিজেই একটি ফোল্ডার। এক্ষেত্রে আপনি যখন সেটি রিফ্রেশ করেন তখন এর সর্বশেষ তথ্য সহ ফোল্ডার দেখায়।

উদাহরণ হিসেবে বলতে গেলে, আপনি হোম স্ক্রিন এর একাধিক ফোল্ডারগুলোর অ্যালফাবেটিক অর্ডার-এ রিনেম করুন। এর পর সেটি পরপর না দেখালে একবার রিফ্রেশ করলেই সেগুলো পরপর দেখাবে।

একইভাবে আপনি যদি কোনও একটি ফোল্ডারে কিছু পরিবর্তন করে থাকেন, বা একটি শর্টকাট তৈরি করে থাকেন, কিন্তু সেটি না দেখায় তা হলে আপনি রিফ্রেশ করলেই হোম স্ক্রিনে সেটা দেখাবে।

রিফ্রেসের কাজ এতোটুকুই। সুতরাং, হোম স্ক্রিনে রিফ্রেশ অপশনে ক্লিক করলেই কম্পিউটার দ্রুত হয়। কম্পিউটারের গতি মূলত নির্ভর করে এর র‌্যাম ও প্রসেসরের উপর।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles