বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন চিত্রনায়ক শাকিব খান। সংবাদ সম্মেলনে সমসাময়িক ঘটনা নিয়ে কথা বলেন এই নায়ক।
শাকিব খান বলেন, ‘ধন্যবাদ আপনাদের। শুরু থেকেই আপনারা আমার সঙ্গে ছিলেন। আমি প্রথম যেদিন অভিযোগ নিয়ে থানায় গিয়েছি, সেদিন থেকেই আপনারা আমার সঙ্গে আছেন। এই সত্য উদঘাটন করতে আপনারা খুব তৎপর হয়েছিলেন। বেশিদিন লাগেনি এই সত্য বের করতে। দু-একদিনের মধ্যেই সব সত্য রেরিয়ে এসেছে।
আমার সঙ্গে যিনি প্রতারণা করেছেন, চলচ্চিত্র অ্যাসোসিয়েশনের সঙ্গে করেছেন, সেই প্রতারক দেশের বাইরে পালিয়ে যাবেন, এটা আমি মনে করেছিলাম। তাই আমি দ্রুত থানায় গিয়েছিলাম। থানা থেকে আমাকে পরামর্শ দেওয়া হয় আদালতে যেতে। প্রতারক এবং প্রতারক চক্রকে আইনের আওতায় আনার জন্য আমি ডিবির কাছেও গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরের দিন ডিবি থেকে জানিয়েছে তিনি ঢাকা ছেড়ে পালিয়েছেন।
শাকিব খান আরও বলেন, যাই হোক আমি সেই ব্যাখায় আর না যাই। আমি পুলিশের বিপক্ষে কথা বলতে চাই না। নেতিবাচক কোনো মন্তব্য করেত চাই না। কারণ পুলিশের সঙ্গে আমার একটা ইমোশন জড়িত। আমার অনেক আত্মীয় পুলিশে চাকরি করেন। তারা আমাকে একটা পরামর্শ দিয়েছেন আদালতে যেতে।
সব শেষ আদালত আমার সব কথা শুনেছেন। আমার সব কিছু যাচাই-বাছাই করে মামলাটি মহামান্য আদালত গ্রহণ করেছেন। আইনের প্রতি আমার বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে। এবং আমি বিশ্বাস করি এই চক্র যত বড়ই হোক না কেন তারা আইনের আওতায় আসবে।
তিনি বলেন, আমি বিশ্বাস করতে চাই না রহমত উল্লাহ শুধু একা একজন মানুষ, তার সঙ্গে আরও অনেক মানুষ জড়িত। তিনি এই সিনেমার প্রযোজক না হয়েও এমনটা করেছেন। তার সঙ্গে আমার পরিচালকের সঙ্গে না থাকার পরেও প্রডিউসার অ্যাসোসিয়েশনে গিয়ে অভিযোগ করেছেন। এখন যারা প্রযোজক অ্যাসোসিয়েশনের কেউ বিষয়টি একবার যাচাই-বাছাই করে দেখলো না বা দেখার প্রয়োজনও মনে করলো না যে তিনিই আসলে এই ছবির প্রযোজক কি না। তাহলে হয়তো এত বড় ঘটনার সৃষ্টি হতো না।
সংবাদ সম্মেলনে শাকিব সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি সব কলাকুশলী ও শিল্পীদের কাছে একটি বার্তাই দিতে চেয়েছি যে, যার সঙ্গেই যে অন্যায় হবে, কেউ আর মুখ বুঝে থেকো না, সমঝোতা করো না। একটু হ্যাসেল পোহাতে হলেও প্রতিবাদটা করো। দেশে আইন-প্রশাসন আছে, বিচারটা ঠিকই হবে।
শাকিব খান বলেন, শুধু পর্দাতেই আমরা ন্যায়ের কথা বলব, ভালো কথা বলব, তা নয়। বাস্তবজীবনেও পর্দার মতো ন্যায়ের কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
এসময় ধর্ষণের অভিযোগের বিপরীতে শাকিব খান স্পষ্ট বলেন, তিনি তো নারী না। এটাও ওনার ব্যাপার না। আবার বলেছেন, অস্ট্রেলিয়ার পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছিলাম। আমার নামে ওয়ারেন্ট হয়েছিল। সেখান থেকে পালিয়ে এসেছি। অস্ট্রেলিয়ার পুলিশের রিপোর্ট আপনারা দেখেছেন, সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি। একটা অভিযোগ করা হয়েছিল, সেটাও মিথ্যা প্রমাণ হয়েছে।
‘আমি বিজয়ের হাসি হাসছি। কারণ আমি আমার পরিবার ও কাছের মানুষদের বোঝাতে পেরেছি যে এসব ফাঁদ ছিল। এখন আমার ফ্যান-ফলোয়াররা আমাকে নিয়ে নিশ্চিন্তে কথা বলতে পারে।’