ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কায় সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কানুদাসকাঠি এলাকার বরিশাল-পাথরঘাটা সড়কে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনার পর সেখানে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আহত বাস যাত্রীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে বাসটি। ছাড়ার পর থেকে চালক, হেলপার ও সুপারভাইজারদের মধ্যে বাকবিতণ্ডা হয় কয়েক দফা। এ কারণে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন।
একপর্যায়ে বরিশাল-পাথরঘাটা সড়কের কানুদাশকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে দুমড়েমুচড়ে খাদে পড়ে যায় বাসটি।
দুর্ঘটনায় আহতরা হলেন, বাসের ড্রাইভার সাবু মোল্লা (৪০), সাথী (৩৩), ইমু (২০), মোমেনা (৪৫), তানজিলা (৩১), অমল দেবনাথ (৫৮), মন্টু হাওলাদার (৫৫), শহিদুল খান (৫৭), রাহুল (৪০), জাহানারা বেগম (৫৫), কবির মোল্লা (৩৫), কাওছার (৩২) ও রিতা দেবনাথ (৩৫)। আহতদের মধ্যে দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনকে ভান্ডারিয়া হাসপাতালে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ভান্ডারিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।