MYTV Live

আফিফকে দলে না রাখার কারণ জানালেন হাথুরুসিংহে

আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম দুই ওয়ানডের একাদশে ছিলেন না বাংলাদেশের বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন। তৃতীয় ও শেষ ওয়ানডের আগেই তাঁকে সিলেট থেকে ঢাকায় ফেরত পাঠানো হয়। এরপর আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা হয়নি তার। প্রতিভাবান এই ব্যাটারের বাদ পড়া নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে।

হাথুরুসিংহে বলেন, ‘তার চেহারার কারণে নয়, পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ পড়েছে। যে কেউ বাদ পড়লে পারফরম্যান্সের কারণেই পড়ে। তবে কখনো কখনো আবার টেক্টিক্যাল কারণও থাকে। যদি আমরা আলাদা কিছু করতে চাই, আলাদা কাউকে দেখতে চাই; এটাও কখনো কখনো কারণ হয়।’

আফিফকে ফের জাতীয় দলে ফেরার উপায়ও বলে দিয়েছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘সে দলের বাইরে আছে এখন। তার এখন যা করা দরকার, তাই করতে হবে। গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে এটা করতে পারে, আর যদি দলে কাউকে লাগে। সেক্ষেত্রে সবার মতোই সেও সুযোগ পাবে।’

উল্লেখ্য গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার আগপর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আফিফ খেলেছেন ১৩টি ম্যাচ, ১৫.৭২ গড়ে করেছেন ১৭৩ রান। আন্তর্জাতিক ক্রিকেটে আফিফ সর্বশেষ ফিফটির দেখা পেয়েছিলেন গত বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles