MYTV Live

উইন্ডোজ ভার্সনে নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের জন্য নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। সেই ধারাবাহিকতায় উইন্ডোজ ভার্সনের জন্য নতুন অ্যাপ এনেছে ম্যাসেজিং অ্যাপটি।

হোয়াটসঅ্যাপের উইন্ডোজের নতুন এই সংস্করণ ডেস্কটপ ব্যবহারকারীরিা একসঙ্গে (এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড) ৮ জন পর্যন্ত ভিডিও কলে যুক্ত হতে পারবেন। এ ছাড়া অডিও কলের জন্য সর্বোচ্চ ৩২ জন যোগ দিতে পারবেন।

পাশাপাশি অ্যাকাউন্টে আরও সহজে দ্রুততম সময়ে নতুন ডিভাইস লিঙ্ক করার জন্য মাল্টি-ডিভাইস সক্ষমতা হালনাগাদ করা হয়েছে।

এছাড়াও হোয়াটসঅ্যাপে এখন একই অ্যাকাউন্ট থেকে চারটি ডিভাইসে লিঙ্ক সুবিধা পাওয়া যাবে। ২০২১ সালে প্রথমবারের মতো সেবাটি চালু করে হোয়াটসঅ্যাপ।

বর্তমানে হোয়াটসঅ্যাপের নতুন ম্যাক ডেস্কটপ সংস্করণ বিটাও পরীক্ষামূলক রয়েছে।

সম্প্রতি এক ব্লগ পোস্টে মেটা ঘোষণা করেছে, ‘আমরা উইন্ডোজের জন্য একটি নতুন হোয়াটসঅ্যাপ অ্যাপ প্রবর্তন করছি, যা দ্রুত লোড হয় এবং অ্যাপটির মোবাইল সংস্করণের মতো একটি ইন্টারফেস দিয়ে তৈরি করা হয়েছে।’

ব্লগ পোস্টে আরও বলা হয়, আপনি এখন আট জনের সঙ্গে গ্রুপ ভিডিও কল এবং ৩২ জনের সঙ্গে অডিও কল হোস্ট করতে পারেন। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়বে বলেও জানায় মেটা।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,803FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles