চোটের কারণে প্রায় গোটা আইপিএল থেকেই ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর অধিনায়ক শ্রেয়াস আয়ার। আর তাই চলতি আসর শুরুর আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে।
এতদিন নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে নাম শোনা গিয়েছে বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসেরও। তবে এবার আবার শোনা যাচ্ছে অন্য কারো নাম।
প্রথমে মনে করা হচ্ছিল, সাকিব ও লিটনের মধ্যে কাউকে কেকেআরের দায়িত্ব দেওয়া হতে পারে। কারণ, সাকিব দীর্ঘদিন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। লিটনও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বেশ কয়েকবার। কিন্তু সাকিবদের আইপিএলে খেলা নিয়ে বেধেছে বিপত্তি। বিসিবি থেকে এখনো মেলেনি অনাপত্তিপত্র (এনওসি)। জানানো হয়েছে দেশের খেলা শেষ করেই তবে যেতে হবে আইপিএলে।
আগামী ৩১ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএল। সেসময় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। আর সে কারণে আইপিএলের শুরুর দিকে ছাড়পত্র পাচ্ছেন না সাকিব-লিটনরা। তাই স্বাভাবিকভাবেই অধিনায়কের দৌড় থেকে ছিটকে গেছেন তারা।
এই পরিস্থিতিতে নতুন দু’জনের নাম ওঠে আসছে। একজন দীর্ঘদিন কেকেআরের হয়ে খেলা ক্যারিবীয় কিংবদন্তি সুনীল নারিন। অন্যজন এবারই কেকেআরে যোগ দেওয়া শার্দুল ঠাকুর। ২০১২ সাল থেকে কলকাতায় খেলছেন নারিন। আবুধাবি টি-টোয়েন্টি লিগে শাহরুখ খানের দলের অধিনায়কও ছিলেন নারিন। অন্যদিকে এবার নিলামের আগে ১০ কোটি টাকা দিয়ে শার্দুলকে কিনেছে কলকাতা। ভারতের হয়ে খেলা এই ক্রিকেটারেরও অভিজ্ঞতার ঝুলিও কম নয়।
তবে আবুধাবি লিগে অধিনায়ক হিসেবে ব্যর্থ নারিন। তার নেতৃত্বে তলানিতে থেকে শেষ করেছে দল। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে অনেক সহজে মিশতে পারেন শার্দল ঠাকুর। তাই কলকাতার অধিনায়কত্বের দৌড়ে কিছুটা হলেও এগিয়ে শার্দুল।