MYTV Live

রমজান মাসেই হবে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

ঐতিহাসিক দ্বিপাক্ষিক পুনর্মিলন চুক্তি বাস্তবায়নে পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগেই বৈঠকে বসার অঙ্গীকার করেছেন সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি আরবের কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দ্বিতীয় দফায় টেলিফোনে কথা বলেছেন। তারা অভিন্ন বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করেন।

সৌদি প্রেস এজেন্সি আরো জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চলতি রমজান মাসেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে সম্মত হয়েছেন। এপ্রিলের তৃতীয় সপ্তাহে রমজান মাস শেষ হচ্ছে।

তবে সৌদি প্রেস এজেন্সির খবরে কবে এবং কোথায় এই বৈঠক হতে পারে সে বিষয়ে কিছু বলা হয়নি।

সৌদি কর্মকর্তারা বলছেন, সম্পর্ক ছিন্নের সাত বছর পর তা পুনরুদ্ধারে পরবর্তী পদক্ষেপ হবে এই বৈঠক।

২০১৬ সালে সৌদি আরব শিয়া ধর্মগুরু নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করলে ইরানীরা প্রতিবাদ বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলা চালায়। এর জের ধরে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

পরে গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় দুদেশ আকস্মিক পুনর্মিলন চুক্তি ঘোষণা করে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles