২০২৩-এর এশিয়া কাপ আয়োজক পাকিস্তান আর বিশ্বকাপের আয়োজক ভারত।
এর আগে আইসিসি’র সভায় ভারত জানিয়ে দিয়েছিল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। এশিয়া কাপের জন্য নিরপেক্ষ ভেন্যু চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
এরই মধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সম্মতি দিয়েছে যে, এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা এমনকি ইংল্যান্ডের নামও আসছে ভেন্যু হিসেবে। ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে, ফাইনালে ভারত গেলে সেই ম্যাচটাও পাকিস্তানের বদলে হবে নিরপেক্ষ ভেন্যুতে।
যেহেতু এশিয়া কাপে এমন প্রস্তাবনা এসেছে, তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চায় বিশ্বকাপেও ভারতে তাদের ম্যাচগুলো না হোক। যদি ভারত শেষ পর্যন্ত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না যায়, তবে পাকিস্তানও তাদের বিশ্বকাপের ম্যাচগুলো অন্য কোনো দেশে খেলতে চায়।
আর বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশকে প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ক্রিকইনফো। তবে আইসিসি পুরো বিশ্বকাপ ভারতে আয়োজনের বিষয়ে অনড়।
গত সপ্তাহে আইসিসির সভায় এই প্রসঙ্গ উঠে। এ বিষয়ে আইসিসির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘বোর্ড মিটিংয়ে ভেন্যু হিসেবে বাংলাদেশের বিষয়ে কোন আলোচনা হয়নি। বোর্ড সদস্যরা ভারতে পূর্ণ আসর আয়োজনের সমর্থন দিয়েছেন। আমাদের মনোযোগ ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে।’
এখন দেখার পালা কি হয় শেষ পর্যন্ত।