MYTV Live

ভেঙ্গে যাচ্ছে চীনভিত্তিক প্রযুক্তি জায়ান্ট আলিবাবা

চীনভিত্তিক প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপ ভেঙ্গে পুনর্গঠনের মাধ্যমে ছয়টি ভিন্ন ভিন্ন কোম্পানিতে রূপান্তরিত হতে যাচ্ছে।

দুই দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত ই-কমার্স জায়ান্টটির জন্য এটিই এযাবৎকালের সবচেয়ে বড় পরিবর্তন।

আলিবাবা গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের ব্যবসা ভেঙে ফেলার এই সিদ্ধান্ত কোম্পানির ২৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠনের ঘটনা। কোম্পানির ছয়টি নতুন ইউনিটের প্রতিটিরই নিজস্ব প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদ থাকবে।

ই-কমার্স প্ল্যাটফর্ম ‘তাওবাও টিমল কমার্স গ্রুপ’ পুরোপুরি আলিবাবার নিয়ন্ত্রণে থাকবে। বাকি কোম্পানিগুলো নিজেদের মূলধন বৃদ্ধিতে বিনিয়োগ টানতে পারবে। পাশাপাশি শেয়ারবাজারেও তালিকাভুক্ত হতে পারবে। এ ঘোষণার পর আলিবাবা গ্রুপের শেয়ারের দর বেড়ে গেছে।

গত মঙ্গলবার নিউইয়র্কে আলিবাবার শেয়ারমূল্য বেড়েছে ১৪ শতাংশ। এর পরদিন হংকংয়ের শেয়ারবাজারে কোম্পানিটির মূল্য বেড়েছে ১৩ শতাংশ।

মঙ্গলবার আলিবাবার অন্যতম সহ-প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জ্যাক মা এক বছরেরও বেশি সময় পরে চীনে ফেরার পরপরই বিভক্তিকরণের ঘোষণা এলো।

আলিবাবার অন্য বিভাগগুলোর মধ্যে রয়েছে খাবার বিতরণ, কাইনিয়াও লজিস্টিক গ্রুপ এবং ডিজিটাল মিডিয়া ও বিনোদন।

জানা গেছে, আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল ঝাং ক্লাউড ইন্টেলিজেন্স বিভাগের প্রধান হবেন। সাবেক ইন্টারন্যাশনাল রিটেইল চিফ জিয়াং ফ্যান হবে ডিজিটাল ব্যবসায়িক ইউনিটের প্রধান এবং তাওবাও টিমল অনলাইন শপিং বিভাগের দায়িত্ব নেবেন জ্যেষ্ঠ নির্বাহী ট্রুডি দাই।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles