MYTV Live

ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা পেসার তাসকিন আহমেদ।

বিসিবি সূত্রে জানা গেছে, সাইড স্ট্রেইনের চোটে আক্রান্ত হয়ে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন।আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন সময় তিনি এই চোটে পড়েন।

বিসিবি সূত্রে আরও জানা গেছে, দারুণ ছন্দে থাকা এই পেসারের সুস্থ হয়ে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। ইনজুরির কারণেই টেস্ট ম্যাচ সামনে রেখে জাতীয় দলের অনুশীলনেও তাকে দেখা যায়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে ছিলেন তাসকিন। ওয়ানডে সিরিজের ৩ ম্যাচের ২ ইনিংসে বল করে নেন ৫ উইকেট। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ৮ শিকার ধরে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে হন সিরিজ সেরা।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টা থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,869FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles