MYTV Live

জাপানে ১০ আরোহী নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

জাপানে ১০ জন আরোহী নিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত আরোহীদের জন্য এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

হেলিকপ্টারটি মিয়াকোজিমায় জাপান সাগরে ভেঙে পড়ে।

জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের (জিএসডিএফ) প্রধান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, মিয়াকোজিমাতে জিএসডিএফের ঘাঁটি ছেড়ে যাওয়ার পরে হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় সৈন্য পরিবহনে ব্যবহৃত একটি ইউএইচ৬০ (ব্ল্যাক হক নামে পরিচিত) হেলিকপ্টার। এটি একটি পর্যবেক্ষণ মিশনের অধীনে মিয়াকোজিমার চারপাশে টহল দিচ্ছিল।

তিনি আরও বলেন, বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির ১০ জন আরোহীর কেউ বেঁচে আছেন কিনা, তা জানতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে বিধ্বস্ত হেলিকপ্টারটি কোনো চীনা সামরিক তৎপরতা ট্র্যাক করার মিশনে ছিল কি না তা জানাননি মরিশিতা।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, হেলিকপ্টারের আরোহীদের উদ্ধার করাই এখন সরকারের অগ্রাধিকার বিষয়।

জাপানি কোস্ট গার্ড এবং সামরিক বাহিনীর জাহাজ ও প্লেন এরই মধ্যে সাগরের ভেতর হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। তারা এখন নিখোঁজ চার হেলিকপ্টার ক্রু এবং ছয় যাত্রীর সন্ধান করছে। নিখোঁজদের মধ্যে ইউচি সাকামোতো নামে জিএসডিএফের একজন জ্যেষ্ঠ কমান্ডারও রয়েছেন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,867FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles