MYTV Live

মুশফিকের ব্যাটে সহজ জয় পেল বাংলাদেশ

মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার ম্যাচের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির একটু পরই ৭ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব আল হাসানের দল।

অপরাজিত হাফ সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। ২৩ বছরে এটা বাংলাদেশের ১৭ তম টেস্ট জয়। ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম।

অন্যদিকে ৪ বছর পর টেস্ট খেলতে নেমে আয়ারল্যান্ড যে লড়াই করেছে, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়।

১৩৮ রানের টার্গেটে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। দলীয় ৩২ রানে প্রথম উইকেটের পতন হয়। মার্ক অ্যাডায়ারের বলে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হন ১৯ বলে ৩ চার ১ ছক্কায় ২৩ রান করা লিটন।

এরপর তিনে নামানো হয় শান্তকে। প্রথম ইনিংসে ‘গোল্ডেন ডাক’ মারা শান্ত ৪ রানের বেশি করতে পারেননি। ম্যাকব্রেইনের বলে স্লিপে খুব কঠিন ক্যাচ নেন বালবার্নি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি শান্ত।

৪৩ রানে ২ উইকেট পতনের পর উইকেটে আসেন মুশফিক। বাউন্ডারি মেরে তিনি রানের খাতা খোলেন। ৫৫ বলে ৫০ রান আসে বাংলাদেশের। মধ্যাহ্নবিরতির আগে টাইগাররা তোলে ২ উইকেটে ৯২ রান।

মধ্যাহ্ন বিরতির পর ১৮.৩ ওভারেই বাংলাদেশের স্কোর তিন অংক স্পর্শ করে। দলীয় ১০৫ রানে বেন হোয়াইটের বল তামিম ইকবালের ব্যাটের কানায় লেগে উঠে যায়। কমিন্সের তালুবন্দি হয়ে ৩১ রানে ফিরেন তামিম। ভাঙে ৬২ রানের জুটি।

তবে ৪৭ বলে ফিফটি তুলে নেন মুশফিক। ২৮তম ওভারেই ৭ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। মুশফিক ৪৮ বলে ৭ চারে ৫১* রানে অপরাজিত থাকেন। আর মুমিনুল অপরাজিত থাকেন ২২ বলে ২০* রানে।

এর আগে শুক্রবার টেস্টের চতুর্থ দিনে প্রথম ব্রেক থ্রু এনে দেন ইবাদত হোসেন। তার চোখ ধাঁধানো একটা সুইং বল ডিফেন্ড করতে গিয়েছিলেন অ্যান্ডি ম্যাকব্রেইন। কিন্তু তাকে বোকা বানিয়ে বল স্টাম্পে আঘাত হানে। ১৫৬ বলে ৭২ রানের ইনিংস খেলে ফিরেন ম্যাকব্রেইন।

এরপর গ্রাহাম হিউমকে (২) লিটন দাসের গ্লাভসবন্দি করে আইরিশদের দ্বিতীয় ইনিংসের ইতি টেনে দেন ইবাদত। ২৯২ রানে অল-আউট হয় আয়ারল্যান্ড।

৩৭ রানে এই পেসারের শিকার ৩টি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া তাইজুল এবার ৪২ ওভারে ১৬ মেডেনসহ ৯০ রানে নেন ৪ উইকেট। অধিনায়ক সাকিব নিয়েছেন ২টি উইকেট।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২১৪ রানে অল-আউট হয়েছিল আয়ারল্যান্ড। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৬৯ রান। সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম। এছাড়া সাকিব-মিরাজের ব্যাট থেকেও আসে পঞ্চাশোর্ধ ইনিংস।

১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আয়ারল্যান্ড। এই ইনিংসে তারা রীতিমতো চমকে দেয় টাইগারদের। অসাধারণ ব্যাটিংয়ে ২৯২ রানে অল-আউট হয়ে বাংলাদেশকে জয়ের জন্য ১৩৮ রানের টার্গেট দেয়। লরকান টাকার ১০৮ রানের অসাধারণ ইনিংস খেলেন। ম্যাকব্রেইন করেন ৭২ রান।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles