বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তবে মাঝে ক্যারিয়ারে খুব খারাপ কাটিয়ে চলতি বছরে প্রেক্ষাগৃহে ফিরেন এই নায়ক। ‘পাঠান’ সিনেমার মাধ্যমে তার রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে।
এবার ২০২৩ সালের ‘টাইম হান্ড্রেড পোল’-এ পাঠকের ভোটে বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম পরিচালিত পাঠক জরিপের ফলাফলে মেসি-জাকারবার্গের মতো ব্যক্তিত্বদের পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন ‘কিং খান’।
শাহরুখ খান ছাড়াও বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় আরও রয়েছেন অভিনেত্রী মিশেল ইয়ো, অ্যাথলেট সেরেনা উইলিয়ামস, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা।
টাইম ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, টাইম ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবচেয়ে প্রভাবশালীদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন শাহরুখ খান। পাঠকের ভোটে এই তালিকা তৈরি করা হয়েছে। এ জরিপে ১.২ মিলিয়ন ভোট কাস্ট হয়েছে। তার মধ্য ৪ শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান।
৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মাহশা আমিনির মৃত্যুর পর ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী মহিলারা।
তৃতীয় স্থানেও নেই কোনও একক ব্যক্তি। সেই জায়গায় ঠাঁই পেয়েছে বিশ্বের সকল স্বাস্থ্যকর্মীরা।
আর ১.৮ শতাংশ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি।
বলিউডে অভিনয়ের মাধ্যমে শুরু করে অভিনেতা শাহরুখ খান দিন দিন নিজেকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। বলিউডের গণ্ডি ছাড়িয়ে তিনি এখন আন্তর্জাতিক তারকা।