চীনের সামরিক বাহিনী তাইওয়ানকে ঘিরে ফেলার মহড়া শুরু করেছে। তিন দিনের এই মহড়া শনিবার থেকে শুরু হয়েছে।
রোববার মহড়ার দ্বিতীয় দিনে তাইওয়ানকে ঘিরে চীনের ৯ যুদ্ধজাহাজ ও ৫৮ জঙ্গি বিমান মহড়া চালাচ্ছে।
দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। এই মহড়া তাইওয়ানের জন্য ‘কঠোর সতর্কতা’ বলে জানিয়ে দিয়েছে বেইজিং।
এদিকে তাইওয়ানের চারপাশে এই সামরিক মহড়া চালানো নিয়ে যুক্তরাষ্ট্র সতর্কতার একটি নোটে বলেছে যে তারা চীনকে ‘পর্যবেক্ষণ’ করছে।
গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন চীনের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে যান। শনিবার তিনি সফর থেকে ফিরে আসার কয়েক ঘণ্টা পর চীন সামরিক মহড়া শুরু করে।
তাইওয়ানের আমেরিকান ইনস্টিটিউটের একজন মুখপাত্র বলেছেন, আমরা বেইজিংয়ের পদক্ষেপগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
বেইজিংকে সংযম হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের চ্যানেলগুলো খোলা রয়েছে।
ওই মুখপাত্র বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আমাদের জাতীয় নিরাপত্তা প্রতিশ্রুতি পূরণের জন্য আমাদের পর্যাপ্ত সম্পদ এবং ক্ষমতা রয়েছে।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সামরিক মহড়ার দ্বিতীয় দিনে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ৯টি চীনা যুদ্ধজাহাজ এবং ৫৮টি ফাইটার জেট দ্বীপের চারপাশে পাঠিয়েছে।