MYTV Live

আইপিএলের ছুটি বাড়লো লিটনের

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে লিটন দাস এখন অবস্থান করছেন কলকাতায়। তবে আসরের পুরোটা সময় খেলতে পারবেন না তিনি। আগামী মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সিরিজ থাকায় লিটন আইপিএলের জন্য এনওসি পেয়েছিলেন আগামী ২ মে পর্যন্ত। এবার সেটা আরও দুদিন বেড়েছে।

সোমবার বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে আইপিএলে থাকা আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান পূর্বনির্ধারিত সময়েই দলের সঙ্গে যোগ দেবেন। জালাল ইউনুস বলেন, ‘লিটন দুই দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, মুস্তাফিজ সময় মত যোগ দেবে।

তবে কেন লিটনের ছুটি দুদিন বাড়ানো হলো, তা জানাননি জালাল ।

তিনি আরও জানান, দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেই খেলতে যাওয়া মোস্তাফিজুর রহমান জাতীয় দলের সাথে যুক্ত হবেন ১ অথবা ২ মে।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১২ এবং ১৪ মে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,869FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles