MYTV Live

মহারাষ্ট্রে গাছচাপায় কমপক্ষে ৭ জন নিহত, আহত ৫

ভারতের মহারাষ্ট্রে উপড়ে পড়া গাছচাপায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার মহারাষ্ট্রের আকোলায় এক মন্দিরের কাছে একটি টিনের চালায় বিশাল আকৃতির গাছ ঝড়ের মধ্যে উপড়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে ওই মন্দিরে ধর্মীয় আচার চলছিল। ওই সময় ব্যাপক বৃষ্টি ও শক্তিশালী ঝড় আসে। ঝড়-বৃষ্টির কারণে পুণ্যার্থীরা মন্দিরের সামনের ওই টিনশেড ঘরে আশ্রয় নিয়েছিলেন। পরে মন্দিরের সামনের বহু পুরোনো একটি নিমগাছ ঝড়ে উপড়ে এসে ওই ঘরের ওপর পড়ে। এতে ঘরটিতে আশ্রয় নেওয়া ৩৫-৪০ জনের মধ্যে ৭ জন মারা যান। আহত হন ৫ জন। তাদের আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, কর্তৃপক্ষ এই দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি সেবা কার্যক্রম সচল করে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ঘরটির ওপর থেকে গাছটি সরানো হয়।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনাবীস। তিনি বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হওয়া মানুষদের গাছচাপা পড়া এবং কিছু ভক্ত নিহত হওয়ার এই ঘটনা বেদনাদায়ক। নিহতদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই।’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা করা হবে।

এর আগে গত মাসে মহারাষ্ট্রের পাশের রাজ্য মধ্যপ্রদেশে একটি মন্দির প্রাঙ্গণে কুয়ার ছাদ ধসে পড়ে ৩৫ জনের মৃত্যু হয়েছিল।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,869FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles