১০ মে অনুষ্ঠেয় বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আই/ও উপলক্ষে ডেভেলপার প্রিভিউ ২ উন্মুক্ত করেছে গুগল। এর মাধ্যমে অ্যানড্রয়েড ১৪তে কী কী ফিচার আছে, তা জানা গেল।
অপারেটিং সিস্টেমটিতে থাকবে সহজে নোট লিখে রাখার সুবিধা। ডিভাইসের সঙ্গে এয়ারবাডস বা স্মার্ট ওয়াচ সিংক করার সক্ষমতাও বাড়াবে। নিরবচ্ছিন্ন কানেক্টিভিটির মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সফারও সহজ হবে। যারা একটি প্ল্যাটফরমের জন্য দুটি অ্যাকাউন্ট ব্যবহার করে, তাদের সুবিধার্থে থাকবে ক্লোন অ্যাপস ফিচার।
এক অ্যাপ থেকে আরেক অ্যাপে মিডিয়া ফাইল পাঠানোর সময় পপ-আপ হবে শেয়ার শিট ফিচার। অ্যাপ নোটিফিকেশন আসার ফলে এলইডি লাইট জ্বলবে না নিভবে তা-ও নির্ধারণ করে দিতে পারবে ব্যবহারকারীরা।
এ ছাড়া লক স্ক্রিন কাস্টমাইজেশন, পিন প্রাইভেসি ও ক্ষীণ দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষের জন্য হাই কন্ট্রাস্ট টেক্সট সাপোর্টের মতো আরো কয়েকটি ফিচার থাকবে নতুন ওএসটিতে।