এবার স্যামসাং এআই চ্যাটবট তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। চ্যাটজিপিটির মতো এআই সেবাটি কোডিং করতে সহায়তা করবে। তবে এই সেবা শুধু স্যামসাংয়ের কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানোর জন্যই তৈরি করা হবে।
সম্প্রতি চ্যাটজিপিটির সহায়তা নিয়ে স্যামসাংয়ের তিন কর্মী কোড লেখার চেষ্টা করেন। এ ছাড়া মিটিং নোটের সংক্ষিপ্ত সংস্করণ লিখে দিতে বলেন এক কর্মী। এতে স্যামসাংয়ের অভ্যন্তরীণ তথ্য চ্যাটজিপিটির কাছে ফাঁস হয়ে যাওয়ায় এআইটির ব্যবহার নিষিদ্ধ করে স্যামসাং।
চ্যাটজিপিটির কাছ থেকে সহায়তা নেওয়ায় কর্মীদের মধ্যে সতর্কবার্তা জারি করে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি জানায়, চ্যাটজিপিটির সব তথ্য সার্ভারে জমা হয় এবং চ্যাটবটটি একই উত্তর বারবার দিতে পারে। পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা তুলে চ্যাটবটটি ব্যবহারের সীমা নির্ধারণ করে দেয়।
তারা জানায়, দিনে একজন কর্মী এক হাজার ২৪ বর্ণের বেশি টেক্সট চ্যাটজিপিটিতে লিখতে পারবেন না এবং চ্যাটজিপিটিতে যেন কোনো গোপনীয় তথ্য না দেওয়া হয়।