MYTV Live

চুয়াডাঙ্গার দর্শনা থেকে স্বর্ণ পাচারকারী আটক; ৮টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনায় অভিযান চালিয়ে সুলতান আহমেদ (৪৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় তার শরীর তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সুলতান আহমেদ চাঁদপুরের চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন তথ্য ছিল এক ব্যক্তি ভ্যানযোগে দর্শনা রেলস্টেশন এলাকা থেকে সোনা পাচারের উদ্দেশ্যে দর্শনা সীমান্তের দিকে যাবেন। ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান করে। সকাল ৭টায় এক ব্যক্তিকে কেরু অ্যান্ড কোম্পানির গেট অতিক্রম করে দর্শনা সীমান্তের দিকে যেতে দেখলে সন্দেহ হয়।

টহলদল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেটের সামনে থেকে তাকে আটক করে তল্লাশি করে। এসময় ওই ব্যক্তির পায়ের তালুর সঙ্গে স্কচস্টেপ দিয়ে লাগানো অবস্থায় ৯৭৯.৬২ গ্রাম (প্রায় এককেজি) ওজনের আটটি সোনার বার জব্দ করা হয়। পরে সুলতান আহমেদকে আটক করে বিজিবি।

মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভজ রানা জানান, জব্দ করা আটটি সোনার বারের বাজার মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles