ভারতের পাঞ্জাবের ভাটিন্ডা সামরিক ছাউনিতে গুলিতে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। গুলির পরপরই গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে,‘ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে সেনা ছাউনির ভেতরে গুলির ঘটনাটি ঘটে। ছাউনির ‘ক্যুইক রিঅ্যাকশন টিম’কে মোতায়েন করা হয়। গোটা এলাকা ঘিরে ফেলা ও বন্ধ করে দেওয়া হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে। চার জন নিহত হওয়ার খবর জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
সেনা সূত্রের প্রাথমিক তথ্য হলো, অফিসার্স মেসের ভেতরে গুলির ঘটনা ঘটেছে। গুলিতে নিহত ৪ জনের সবাই ৮০ মিডিয়াম রেজিমেন্টের সদস্য।
বাথিন্দার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জিএস খুরানা জানিয়েছেন, পুলিশ সদস্যরা ঘাঁটির বাইরে অপেক্ষা করছেন। তবে সেনাবাহিনী এখনো তাদের সেখানে প্রবেশের অনুমতি দেয়নি। মনে হচ্ছে না, এটি কোনও জঙ্গি বা সন্ত্রাসী হামলা। অভ্যন্তরীণ কোনো সমস্যাও হতে পারে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ভাটিন্ডা সামরিক স্টেশনের ভেতর এখনো অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী ঘুরে বেড়াচ্ছে এবং তাদের কাছে গোলাবারুদ রয়েছে।
সেনাবাহিনী বলেছে, দু’দিন আগে একটি রাইফেল এবং ২৮ রাউন্ড গুলি হারিয়ে গিয়েছিল।