MYTV Live

নিউ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণভাবে নিভেছে: ফায়ার সার্ভিস

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন সম্পূর্ণভাবে নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার সকাল ৯টায় সম্পূর্ণভাবে আগুন নেভানোর পর শুরু হয় মার্কেট পরিষ্কারের কাজ।

ফায়ার সার্ভিস জানায়, এই ঘটনায় হতাহতের কোনো তথ্য জানা যায়নি। তবে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের ২৫ কর্মীসহ মোট ৩১ জন আহত হয়েছেন।

আগুন নেভানোর পর মার্কেট পরিষ্কারের কাজ শুরু হয়। সিটি করপোরেশন ও মার্কেটের লোকজন ধ্বংসাবশেষ পরিষ্কারের করেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, শনিবার ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। একে একে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের ঘোষণার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা ড্যাম্পিংয়ের কাজ শুরু করে। দিন ও রাতে কাজ করে আজ সকালে আগুন সম্পূর্ণ নির্বাপণের ঘোষণা দেওয়া হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক মোর্তুজা কবিরের নেতৃত্বে একটি দল নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ভবন থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। কাজ শেষে পৌনে ১১টার দিকে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিভিন্ন পোড়া অংশ আলামত হিসাবে সংগ্রহ করেছি। এগুলো সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর এই বিষয়ে মতামত দেওয়া যাবে।’

উল্লেখ্য শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় বিজিবি, বিমান-নৌ-সেনা বাহিনী। আইন-শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিকসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন র‍্যাব ও পুলিশ সদস্যরা।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles