কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে অস্থায়ী কার্যালয়ে এ ভিসা প্রসেসিং সেন্টারের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের কুষ্টিয়া জেলা আমাদের এ অঞ্চলের সীমান্তবর্তী এলাকাসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করেছে। এ অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে ভারত ও বাংলাদেশ সরকার কাজ করছে। সে লক্ষ্যে আজ ১৬তম ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হলো।
তিনি বলেন, ‘আমি আশা করি এর মাধ্যমে এ এলাকার মানুষের ভ্রমণ, চিকিৎসাসহ যে কোনো প্রয়োজনে ভারতে যাতায়াত আরও সহজ হবে।
এ সময় ভারতীয় হাইকমিশনার নতুন ৪টি বন্দর খোলা নিয়ে বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে বর্তমানে ৩৬টি বন্দর চালু রয়েছে। এছাড়া আরও ৪টি বন্দর চালুর অপেক্ষায় রয়েছে। ভারত ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মহদীপুর-সোনামসজিদ স্থলবন্দরের বিভিন্ন উন্নয়ন কাজ করা হয়েছে। তবে এসব উন্নয়নকাজ করোনা মহামারির জন্য ক্ষতিগ্রস্ত হয়। করোনা পরিস্থিতির উন্নতির পর থেকে এসব উন্নয়নকাজ আবারও শুরু হয়েছে।
প্রণয় ভার্মা বলেন, স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়নকাজে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার বাস্তবায়ন শুরু হয়েছে। সড়ক পথ ছাড়াও বিকল্প বিভিন্ন যোগাযোগ মাধ্যমের উন্নয়ন করা হচ্ছে। রেলপথে দুই দেশের যোগাযোগ বাড়াতে কাজ করা হবে। যা দুই দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে দুই দেশের ব্যবসায়িক সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের উন্নয়ন পরিকল্পনা উভয় দেশের সঙ্গে যুক্ত। দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়নে আমরা যা প্রত্যাশা করি, সে অনুযায়ী এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে দুই দেশের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বাংলাদেশ ও ভারতের ক্রমবর্ধমান উন্নয়ন যাতে আরও অগ্রসর হয়, সেই লক্ষ্যে কাজ করছে দুই দেশের সরকার।